ষড়ঋতুর বাংলাদেশে ইতোমধ্যেই শীত ঋতুর আর্বিভাব যে হয়েছে
তা সবাই কমবেশি অনুভব করতে পারছে। রাতের কুয়াশা, ভোরের শিশির, উত্তরের হিমেল হাওয়া
সবকিছুই যেন শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। শহরাঞ্চলে শীত তেমন একটা অনুভূত না
হলেও গ্রামাঞ্চলে পুরোদমে শীত পড়তে শুরু করেছে। সন্ধ্যে হলেই কুয়াশা তার
শুভ্র-শীতল চাদর দিয়ে প্রকৃতিকে ঢেকে দিচ্ছে, ভোরবেলা ঘুম থেকে উঠতে চোখে পড়ে
শিশিরের রুপালী ঝিলিক।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনেও এসেছে পরিবর্তন। এ
পরিবর্তনে সাড়া দিয়ে জাদরো ডটকম শীতের
ফ্যাশন আইটেমে যুক্ত করেছে নতুন মাত্রা। শীতের আরাম বা গরম কাপড় বলতে এখন আর অনেক
মোটা কাপড়কে বোঝায় না। তাই ফ্যাশনের বৈচিত্র্যে শীতানুভূতিকে আরও আরামদায়ক
করতে জাদরো ডটকম একশত ভাগ মানসম্পন্ন
ট্রেন্ডি আইটেম আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। ছেলে-মেয়ে-বাচ্চা-বুড়ো সবার জন্যই থাকছে
ভিন্নতা। যেমন- মেয়েদের শীত ফ্যাশনের জন্য খুবই হালকা ও রং বাহারী শাল, ক্যাপ, ব্লেজার, কোর্ট, ডেনিম
প্যান্ট; ছেলেদের জন্য পোলো নেক সোয়েটার, হুডিজ, ডেনিম প্যান্ট, ব্লেজার, জেকেট, উইন্টার ক্যাপ ইত্যাদি।
বাচ্চাদের শীত ফ্যাশনেও জাদরো ডটকমের আয়োজন সময়োপযোগী।
যেমন- উইন্টার কার্ডিগেন, উইন্টার হুডিজ, বেবী স্লেভলেজ কোর্ট,
ডাউন ভেস্ট, ট্রাউজার, উইন্টার
ক্যাপসহ আরও অনেক পন্য। এছাড়াও আছে আরামদায়ক কম্বল।
এ শীতায়োজনের অধিকাংশ পোশাকই সরাসরি চীন এবং হংকং থেকে আমদানীকৃত।
তাই আর অপেক্ষা না করে শীত ফ্যাশনের ট্রেন্ডি সব পোশাক কিনতে ভিজিট করুন
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ জাদরো ডটকম (https://www.jadroo.com), ফেসবুক
পেজ (https://www.facebook.com/JadrooOnline/), কল করুন- 01755-666700 এই নাম্বারে।
No comments:
Post a Comment