জাদরো ডটকম বাংলাদেশের ইকমার্স ব্যবসায় এক অনন্য নাম। বাংলাদেশে যার যাত্রা শুরু হয়েছে ২০১৫ সালে। ২০১৫ সালে এর শুরু হলেও নবজন্ম ঘটেছে ২০১৮ সালে। জাদরো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জাদরো ইকমার্স খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। খুচরা ও পাইকারী বিক্রয়ে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টির কারণে তাদের অবস্থান শীর্ষ ছোঁয়ার অপেক্ষায়। দেশব্যাপী ক্রেতার কাছে যথাসময়ে পণ্য পৌঁছে দিতে বৃহৎ পরিসরে চট্টগ্রাম ও সিলেটে রয়েছে এর দু’টি শাখা অফিস। দেশের বাইরে চীন, হংকং ও তাইওয়ানেও অফিস রয়েছে।
জাদরো ডটকমই বাংলাদেশের একমাত্র অনলাইন শপ যে নিজেদের উৎপাদিত, পরীক্ষিত এবং বিশ্বের বিভিন্ন দেশ যেমন- চীন, হংকং, তাইওয়ান, দুবাই থেকে আমদানীকৃত মানসম্পন্ন পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে সঠিক মূল্যে। জাদরো ডটকম ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে খুচরা ও কর্পোরেট অর্ডার নিয়ে থাকে। এরই মধ্যে বাংলাদেশের যেসব বৃহৎ প্রতিষ্ঠান তাদের কর্পোরেট গ্রাহক হিসেবে সেবা নিয়েছে তার মধ্যে অন্যতম ঢাকা রেজেন্সি, লা মেরিডিয়ান, ওশান প্যারাডাইস, দুসাই রিসোর্ট এন্ড স্পা, লং বিচ হোটেল কক্সবাজার।
বাংলাদেশের গ্রাহকের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে জাদরো
ডটকম তাদের পণ্য তালিকায় যুক্ত করেছে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস এন্ড মম, হোম ডেকোর, মোবাইল এন্ড কম্পিউটার, স্পোর্টস এন্ড ফিটনেস, গিফট আইটেম,
অফিস স্টেশনারী, মেডিক্যাল ইকুইপমেন্ট, ফুড এন্ড ভেবারেজ, প্রিন্টিং মেটেরিয়ালস, কিচেন
এন্ড হাউজকিপিং, রুম এমেনিটিস, আইটি ইকুইপমেন্ট, সিকিউরিটি, ফুড প্যাকেজিংসহ নানা ধরনের
পণ্য। বর্তমানে তাদের দেশে এবং আন্তর্জাতিক ভেন্ডরের সংখ্যা প্রায় এক হাজার, পণ্যের
সংখ্যা প্রায় এক লক্ষ।
জাদরো
ডটকমের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের ইকমার্স ক্ষেত্রে বিরাজমান অনাস্থা দূর করে প্রয়োজনীয়
সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। জাদরো ডটকমের চেয়ারম্যান
যাদব দেবনাথ বলেন, ‘সঠিক দামে যথাসময়ে ক্রেতার কাছে ১০০% মানসম্পন্ন পণ্য পৌঁছে দিয়ে
ঝামেলা বিহীন শপিংয়ের আনন্দ উপহার দেয়াই আমাদের ব্যবসার অন্যতম লক্ষ্য।
ঢাকা অফিস: ক-১৮/১, লিফ্ট-
৮, ৯, ১০, রসুলবাগ, মহাখালি, ঢাকা-১২১২
মোবাইল: ০১৭৫৫৬৬৬৭০০,
০১৭০৮১৩০১৩১
ওয়েব: www.jadroo.com
ফেসবুক : www.facebook.com/JadrooOnline
No comments:
Post a Comment